তারিখ:২০.০৬.২০
অধ্যায়:৩ এবং ৫ এর সৃজনশীল অংক(খাতায় করে রাখবে সময়মতো দেখা হবে) ৩০ নম্বর
১। ১৫টি আম এবং১২টি কলার দাম একত্রে ২৭৬ টাকা।২টি কলার দাম ১৬ টাকা।
ক) ১২টি কলার দাম কত? (৩ নম্বর)
খ) ১৫টি আমের দাম কত? (৩ নম্বর)
গ) ১০টি আম কিনতে কত টাকা লাগবে? (৪ নম্বর)
২। ১টি তাল গাছ এবং ১টি কলা গাছের বয়সের সমষ্টি ৭৬ বছর।তাল গাছের বয়স কলা গাছের বয়সের ৩ গুণ।
ক) কলা গাছের বয়স কত? (৩ নম্বর)
খ) তাল গাছের বয়স কত? (৩ নম্বর)
গ) ২৫ বছর পর তাল গাছ এবং কলা গাছের বয়সের সমষ্টি কত হবে? (৪নম্বর)
৩। তোমাদের বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে ৩৫ জন বালক এবং ৪৫ জন বালিকা আছে।
ক) ৩৫ এবং ৪৫ এর গুণনীয়কগুলো লেখ। (৩ নম্বর)
খ) বালক ও বালিকাদের স র্বাধিক কয়টি দলে সমানভাবে ভাগ করা যাবে? (৪ নম্বর)
গ) প্রতি দলে কতজন বালক ও বালিকা থাকবে?(৩ নম্বর)
No comments:
Post a Comment