৫ম গণিত পরীক্ষা-২০২০
( তারিখ:১০/০৯/২০,সময়:১ ঘন্টা,মান:৪০
)
১। সংক্ষিপ্ত প্রশ্ন: ১০ টি (১০ নম্বর)
ক)ঐকিক নিয়ম
কি?
খ) ১
ডজন কলার দাম ১৫০ টাকা হলে, ১ হালি কলার দাম
গ) ১০÷(৫×২)=কত?
ঘ) গুণণীয়ক কী?
ঙ) গ.সা.গু কী?
চ) ৭৫ এর গুণণীয়ক গুলো লেখ।
ছ) ১৬ এবং ১৭ এর গ.সা.গু কত?
জ) ব্যাস কী?
ঝ) ব্যাসার্ধ কী?
ঞ) চাপ কী?
২। ১টি তাল গাছ এবং ১টি কলা গাছের বয়সের সমষ্টি ৭৬ বছর।তাল গাছের বয়স কলা গাছের বয়সের ৩ গুণ। ক) কলা গাছের বয়স কত? (৩ নম্বর)
খ) তাল গাছের বয়স কত? (৩
নম্বর)
গ) ২৫ বছর পর তাল গাছ এবং
কলা গাছের বয়সের সমষ্টি কত হবে? (৪নম্বর)
৩। তোমাদের বিদ্যালয়ে
৫ম শ্রেণিতে ৩৫ জন বালক এবং ৪৫ জন বালিকা আছে।
ক) ৩৫ এবং ৪৫ এর
গুণনীয়কগুলো লেখ। (৩ নম্বর)
খ) বালক ও
বালিকাদের সর্বাধিক কয়টি দলে সমানভাবে ভাগ করা যাবে? (৪ নম্বর)
গ) প্রতি দলে
কতজন বালক ও বালিকা থাকবে?(৩ নম্বর)
৪। ৬সেমি ব্যাসার্ধ
বিশিষ্ট একটি বৃত্ত আঁক।এতে ব্যাস,ব্যাসার্ধ ও চাপ চিহ্নিত কর।অঙ্কিত চিত্রের ৩টি
বৈশিষ্ট্য লিখ ।(৪+৩+৩=১০)
No comments:
Post a Comment