৫ম,৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা গণিত,বিজ্ঞান ও জীববিজ্ঞানের ভিডিও গুলো দেখবে এবং পরীক্ষাগুলো দিবে আর পরবর্তী লাইভ ক্লাসগুলো জুম-এ নেওয়া হবে(ID:3874603469,Pass:123456)।

১০ম শ্রেণির জীববিজ্ঞানের ১৩/১২/২০ তারিখের মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন ব্লগে দেওয়া আছে এবং মেইল করা হয়েছে ।

Md Eunus Ali, Zoom ID:387 460 3469 Password:123456:

প্রয়োজনে মেসেজ করবে অথবা মেইল পাঠাবে:
Mobile No: 01716-846965
Email Address: eunussirapscl@gmail.com

Saturday, 26 September 2020

মাসিক পরীক্ষা-২০২০ (তারিখ:২৭/০৯/২০ )

বিষয়:প্রাথমিক বিজ্ঞান মান:৪০ সময়:১ঘন্টা

১। শূন্যস্থান পূরণ: ( ১০১)=১০ নম্বর

১.অধিক শস্য উৎপাদনে……প্রযুক্তি সাহায্য করে ।

২.বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ……।

৩.প্রযুক্তি উদ্ভাবনে মানুষ …. জ্ঞান ব্যবহার করে ।

4.চাকা ১টি ……প্রযুক্তির উদাহরণ।

5.অনেক সময় প্রযুক্তির ব্যবহার ….পরিণত হয়।

৬. …..মানুষের মৌলিক চাহিদা।

৭.বাড়তি….জন্য অধিক খাদ্য প্রয়োজন।

৮. ….বছরে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণ হয়েছে।

৯.জনসংখ্যার …. বেশি হলে জীবাণু দ্রুত ছড়ায়।

১০.বাড়তি চাহিদা আমাদের জীবনে বিভিন্ন …. বাড়ায়।

২। মিলকরণ: (৫×২)=১০ নম্বর

বাম

ডান

ক.শিল্প বিপ্লবের সময়কাল

প্রযুক্তি।

খ.বাস্তবজীবনে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ হলো

শিক্ষা,চিকিৎসা,যোগাযোগ ইত্যাদি।

গ.বর্তমানে ব্যবহৃত কৃষি প্রযুক্তি

বিজ্ঞান।

ঘ.প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র

আঠারো শতকে।

ঙ.প্রকৃতি সম্পর্কিত জ্ঞান

অণুবীক্ষণ যন্ত্র।

 

ঊনিশ শতক।

 

ট্রাক্টর।

৩। সংক্ষিপ্ত প্রশ্ন:(১০×২)=২০

১.প্রযুক্তি কী?

২.বৈজ্ঞানিক পদ্ধতির ২টি ধাপের নাম লিখ।

৩.জৈব প্রযুক্তি কী?

৪.প্রযুক্তির অপব্যবহার আমাদের কী ক্ষতি করে।

৫.১টি যান্ত্রিক পৃযুক্তির নাম লিখ।

৬.এসিড বৃষ্টি কী?

৭.এসিড বৃষ্টির  ১টি কারণ লিখ।

৮.আদমশুমারি কী

৯.জনসংখ্যার ঘনত্ব কী?

১০.জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট ১টি সমস্যার নাম লিখ।

No comments:

Post a Comment