৫ম,৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা গণিত,বিজ্ঞান ও জীববিজ্ঞানের ভিডিও গুলো দেখবে এবং পরীক্ষাগুলো দিবে আর পরবর্তী লাইভ ক্লাসগুলো জুম-এ নেওয়া হবে(ID:3874603469,Pass:123456)।

১০ম শ্রেণির জীববিজ্ঞানের ১৩/১২/২০ তারিখের মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন ব্লগে দেওয়া আছে এবং মেইল করা হয়েছে ।

Md Eunus Ali, Zoom ID:387 460 3469 Password:123456:

প্রয়োজনে মেসেজ করবে অথবা মেইল পাঠাবে:
Mobile No: 01716-846965
Email Address: eunussirapscl@gmail.com

Monday, 17 August 2020

 

শ্রেণি:৫ম- গণিত পরীক্ষা

তারিখ:১৯/০৮/২০

অধ্যায়:৯ ও ১১(খ)  নম্বর:৩০

১। সোহাগপুর গ্রামের লোকসংখ্যা ১৬২০ জন তার মধ্যে ৬০% লোক শিক্ষিত ।

(ক) শতকরা কী ? (২)

(খ) ঐ গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা কত ? (৪)

(গ) ৭৫% লোক শিক্ষিত হলে শিক্ষিত লোকের সংখ্যা কত ? (৪)

২। একজন বিক্রেতা ২০০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করল ।

(ক  মুনাফা কী ? (২)

(খ)পণ্যটির বিক্রয়মূল্য কত ? (৪)

(গ)পণ্যটি ২০% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য কত হবে  ? (৪)

৩। একটি আয়তাকার পার্কের প্রস্থ ০.০৫ কি.মি. এবং ক্ষেত্রফল ৪২৫০ বর্গ মিটার ।

(ক) প্রস্থকে মিটারে প্রকাশ কর । (২)

(খ )পার্কের দৈর্ঘ্য নির্ণয় কর । (৪)

(গ)পার্কের  ক্ষেত্রফলকে এয়রে প্রকাশ কর । (৪)

 

 

 

 

No comments:

Post a Comment