শ্রেণি:৫ম-
গণিত পরীক্ষা
তারিখ:১৯/০৮/২০
অধ্যায়:৯ ও ১১(খ)
নম্বর:৩০
১। সোহাগপুর গ্রামের লোকসংখ্যা ১৬২০ জন তার মধ্যে ৬০% লোক শিক্ষিত ।
(ক) শতকরা কী ? (২)
(খ) ঐ গ্রামের শিক্ষিত লোকের
সংখ্যা কত ? (৪)
(গ) ৭৫% লোক শিক্ষিত হলে শিক্ষিত
লোকের সংখ্যা কত ? (৪)
২। একজন বিক্রেতা ২০০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করল ।
(ক মুনাফা কী ? (২)
(খ)পণ্যটির বিক্রয়মূল্য কত
? (৪)
(গ)পণ্যটি ২০% লাভে বিক্রয়
করলে বিক্রয়মূল্য কত হবে ? (৪)
৩। একটি আয়তাকার
পার্কের প্রস্থ ০.০৫ কি.মি. এবং ক্ষেত্রফল ৪২৫০ বর্গ মিটার ।
(ক) প্রস্থকে মিটারে প্রকাশ
কর । (২)
(খ )পার্কের দৈর্ঘ্য নির্ণয়
কর । (৪)
(গ)পার্কের ক্ষেত্রফলকে এয়রে প্রকাশ কর । (৪)
No comments:
Post a Comment