আশুগঞ্জ
তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়
মূল্যায়ন
পরীক্ষা-২০২০ ( তাং-১৩/১২/২০) শ্রেণি:১০ম বিষয়: জীববিজ্ঞান মান:৩০ সময়:১ ঘন্টা ৩০ মি
১। একটি
কোষীয় অঙ্গাণু উদ্ভিদে শর্করা তৈরী করে ।এই
উৎপাদিত বস্তু একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ভেঙ্গে শক্তি নির্গত করে ।
ক) টিস্যু
কালচার কী ?
খ) প্রস্বেদনকে
প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন ?
গ) উদ্দীপকে
উল্লিখিত অঙ্গাণুটির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ।
ঘ) পরিবেশীয়
ভারসাম্য রক্ষায় উদ্দীপকের প্রক্রিয়া ২টি কীভাবে সম্পর্কিত ? বিশ্লেষণ কর ।
২। জীববিজ্ঞান ক্লাসে স্যার নিউরনের মডেল দেখালেন এবং হরমোন সম্পর্কে পড়ালেন
।
ক) ফটোপিরিওডিজম
কী ?
খ) কোন গ্রন্থিকে গ্রন্থিরাজ বলা হয় এবং কেন ?
গ) উদ্দীপকে
শিক্ষকের দেখানো মডেলটি চিত্রসহ বর্ণনা কর।
ঘ) উদ্দীপকে
শিক্ষকের পড়ানো দ্বিতীয় বিষযটি উদ্ভিদ ও প্রাণীর
ক্ষেত্রে কী কী অবদান রাখে বলে তুমি মনে কর ।
৩। ঘাস-
ক)হিস্টোলজি
কী ?
খ)
ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয় কেন
?
গ)
উদ্দীপকে ব্যাঙ কোন স্তরের খাদক এবং কেন ? বুঝিয়ে
লিখ ।
ঘ) উদ্দীপকের ৩য় স্তরের খাদকটির যদি বিলুপ্তি ঘটে তাহলে
বাস্তুতন্ত্রের কি পরিবর্তন ঘটবে ? বিশ্লেষণ কর ।